বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেছেন, আগামী নির্বাচনে আমরাই ক্ষমতায় আসবো, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবে। আমেরিকার আইআরআই নামে একটি সংস্থার জরিপে দেখা গেছে বাংলাদেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার পক্ষে। কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি তথাকথিত রোডমার্চ করেছে। তাদের লজ্জা থাকা উচিৎ, মির্জা ফখরুলের লজ্জা থাকা উচিৎ। তাঁরা আল্টিমেটাম দিয়েছে। সব সময় আল্টিমেটাম দেয়, কিন্তু কিছু করতে পারে না। তারা ২০১২, ২০১৩ সালেও খালেদা জিয়াকে দূর্নীতি থেকে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে আল্টিমেটাম দিয়েছিল, কিছুই করতে পারেনি। শুধু আল্টিমেটাম দিয়ে যাচ্ছে। যার জন্য আল্টিমেটাম দিয়েছে তিনি কারাগারে, আর শেখ হাসিনা বার বার প্রধানমন্ত্রী। শেখ হাসিনার কৃপায়, মমতায়, আশির্বাদে আজ তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরো বলেন, আমেরিকা নাকি আওয়ামী লীগ নেতাদের স্যাংসন দেবে, স্যাংসন দেবে যারা নির্বাচনে বাধাগ্রস্থ করবে তাদের। বিএনপিতো নির্বাচন বানচাল করতে চায়। এখন তো তাদের ভয় বেশি। যথা সময়ে সংবিধান অনুযায়ী এই সরকারে অধিনে ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, তাদের নেতা তারেক রহমান নাকি বীরের বেশে দেশে আসবে। সে হলো চোর, মন্ত্রাসী, খুনী। মানি লন্ডারিং মামলায় সিঙ্গাপুরে সাজা হয়েছে। যতদিন খালেদা জিয়া, তারেক রহমান দলের দায়িত্বে থাকবে ততদিন এদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না। কারণ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়না, বিশ্বে দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। একযোগে জঙ্গী হামলা হয়, তারা বোমা মেরে মানুষ হত্যা করে। গাড়িতে পেট্রোল বোমা মারা তাদের কাজ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দলের সভাপতি মন্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, সংরক্ষিত আসনের এমপি খাদিজাতুল কোবরা সনি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু,মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।