spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামপ্রক্সি দিতে এসে কারাগারে যুবক

প্রক্সি দিতে এসে কারাগারে যুবক

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছে এক যুবক। গ্রেফতারের পর তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ জুন) সকালে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার আগ মুহুর্তে আগে ধরা পড়েছে এই যুবক। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু তাকে এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

সাজা পাওয়া মো.ফরিদ উদ্দিন (২৯) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ফরিদুল ইসলামের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু জানান, ফরিদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মমতাজুল ইসলামের ছেলে মো.তারিফুল ইসলামের হয়ে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালীন গোপন সূত্রে খবর আসে তারিফুল নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিচ্ছে আরেকজন। তখন পরীক্ষা প্রায় শেষপর্যায়ে।

তিনি বলেন, সকাল ১১টা ২০ মিনিটের দিকে ম্যাজিস্ট্রেট পরীক্ষার হলে গিয়ে ফরিদের প্রবেশপত্র যাচাই করে ছবি টেম্পারিংয়ের প্রমাণ পান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফরিদ প্রক্সি দেওয়ার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে ফরিদকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট কায়সার খসরু।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ