চট্টগ্রাম ৮ সাংসদ নোমান আল মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। আমাদের সরকারের আমলে দেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে এমন উন্নয়ন আর কেউ করতে পারবে না। আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের উন্নয়ন করেনি। আওয়ামী লীগ বিগত দিনে যা করেছে, বিএনপি শত বছরেও এত উন্নয়ন করতে পারবে না। তাই দেশের উন্নয়নের ধারা অটুট রাখতে নৌকাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন করতে শেখ হাসিনাকেই আবারও বিজয়ী করতে হবে।
শনিবার (৭ অক্টোবর ) সকালে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার উদ্যেগে আয়োজিত পশ্চিম গোমদন্ডী চান্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে ও কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা, ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর আ,লীগ সভাপতি শফিউল আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈসা, মনজুর হোসাইন, হুমায়ূন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আশরাফুর নাহার, থানা অফিসার ইনচার্জ মো.আছহাব উদ্দিন ,উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন ইসমাইল হোসেন আবু, শাহনাজ পারভীন নীলু, মজিবুর রহমান, মোহাম্মদ ইয়াসির, মো. ইব্রাহিম, বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পৌরসভার ৯নং ওয়ার্ডে নুরুল ইসলাম চেয়ারম্যান সড়ক, চান্দার পাড়া চাঁন গাজী সড়ক ও ১কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম গোমদন্ডী চান্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।