spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবিনোদন‘অনির্বাণকে জড়িয়ে ধরে আরেকটা চুমু খেয়ে নেবো’

‘অনির্বাণকে জড়িয়ে ধরে আরেকটা চুমু খেয়ে নেবো’

বিনোদন ডেস্ক
spot_imgspot_imgspot_imgspot_img

সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় জয়া আহসান। এর কারণ অনির্বাণের সঙ্গে তার চুম্বনের দৃশ্য। এ নিয়ে কেউ কেউ যেমন সমালোচনায় মেতেছেন তেমনই বাহবা দিয়েছেন অনেকে। তবে এসব মাথায় নিচ্ছেন না জয়া। উল্টো তিনি জানিয়েছেন, অনির্বাণকে আরেকটি চুমু খাবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়াকে চুম্বন দৃশ্যটি নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘আমরা তো আগেও চুমু খেয়েছি। ইনফ্যাক্ট আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর।’ এ সময় অনির্বাণ বলেন, ‘ঈগলের চোখ’ সিনেমায় প্রথম শটই ছিল চুমু খাওয়ার।’ জয়া যোগ করেন, ‘আমি বসে আছি (‘ঈগলের চোখ’র শুটিংয়ে)। হঠাৎ একটা নতুন ছেলে (সেটা ছিল অনির্বাণের প্রথম সিনেমা) এসে চুমু খেয়ে গেল।’

এ সময় জয়ার কাছে জানতে চাওয়া হয়- অনির্বাণের জন্মদিনে কী উপহার দিতে চান? অভিনেত্রী বলেন, ‘জড়িয়ে ধরে আরেকটা চুমু খেয়ে নেবো। আর কী দিয়ে মানুষকে খুশি করা যায়। মানে, মন থেকে চুমু খাবো, দেখানোর জন্য নয় কিন্তু।’

জয়াকে নিয়ে অনির্বাণ বলেন, ‘জয়া সম্পর্কে আমার একটা অবজারভেশন আছে। দীর্ঘদিন তার সঙ্গে কাজ করছি। তাই সুযোগ হয়েছে কাজের বাইরে আড্ডা দেওয়ার। তার মধ্যেই কথা বলে মনে হয়েছে যে, এত ভেতরের কথা বোধহয় আমার সঙ্গে কেউ বলেনি। ভেতরের কথা মানে ভেতরের মতো করে কথা, যেন আপনজনকে বলছে, আর সেই কথা ফল্গুধারার মতো বেরিয়ে আসছে। আবার এটাও মনে হচ্ছে যে, সব কটা কথার উত্তরে বা প্রশ্নে রহস্য আছে। মাথা অন্য জায়গায় আছে, এখানে কেবল সে বসে আছে। তখন মনে হয়েছে এই রহস্যটা করার কী দরকার? সেটা আর বলিনি জয়াকে। কারণ রহস্য না থাকলে আর মানুষ কী!’

এবার পূজায় মুক্তি পাবে ‘দশম অবতার’। এতে জয়া-অনির্বাণ ছাড়াও অভিনয় করেছেন প্রসেনজিৎ, যীশু সেনগুপ্ত।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ