spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকক্সবাজারটেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আরএসও'র ৩ সদস্য গ্রেফতার

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আরএসও’র ৩ সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনার সময় রোহিঙ্গ্যা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)’র তিনজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান বন্দুক (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়।

সোমবার (৯ অক্টোবর) ভোর রাতে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা সি/৫ ব্লকের পাহাড়ি সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার ও অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনে’র) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী।

গ্রেফতাররা হলেন-টেকনাফের উনচিপ্রাং ক্যাম্প-২২ ব্লক-সি/৫ এর মনির আহমেদের ছেলে কামাল হোসেন (২৭),একই ক্যাম্পের ব্লক,সি/২ এর আব্দুর শুক্কুরের ছেলে অজিউর রহমান (১৮) ও ব্লক,বি/৪ এর তাজিমুল্লার ছেলে মুজিবুর (১৭)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনে’র) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী বলেন, গোপন সংবাদে খবর আসে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে আরএসও একটি সশস্ত্র দল ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করছে। এমন তথ্যে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ অধিনায়ক পুলিশ সুপার মো. জামাল পাশার নেতৃত্বে এপিবিএন পুলিশের একটি টিম ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ের ঢালে অভিযান চালায়। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়। তার আরএসও সদস্য বলে স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান বন্দুক (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে অস্ত্র ও গুলিসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ