spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামইব্রাহিম হত্যা মামলায় পলাতক আসামি গ্রেফতার

ইব্রাহিম হত্যা মামলায় পলাতক আসামি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

সীতাকুণ্ডে ইব্রাহিম হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি ওসমানকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৭। রোববার (৮ অক্টোবর) সকাল সোয়া দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ওসমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওসমান সীতাকুণ্ড থানার রঙ্গিপাড়ার আমিনুল হকের ছেলে।

র‌্যাব জানায়, সীতাকুণ্ড মকবুল রহমান জুট মিলে চাকরি করতেন নিহত ইব্রাহিম (৫৫)। ঘটনার দিন জুট মিলের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। ফেরার পথে আসামি ওসমানসহ অন্যান্যরা আগে থেকেই ঘটনাস্থলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। উক্ত এলাকায় চাকরি করার সুবাদে আসামিরা আগে থেকেই তার পরিচিত ছিল। ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় ওসমান এবং অন্যান্য আসামিরা তাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, ইব্রাহিম হত্যা মামলা দায়ের হওয়ার পর তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ওসমানের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত বিচার কার্যক্রম চলাকালে আসামি ওসমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও জানান, মামলা দায়ের হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন জেলায় আত্মগোপন করেছিল ওসমান। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ