spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামকক্সবাজারে জনতার সহায়তায় ২ ছিনতাইকারী আটক

কক্সবাজারে জনতার সহায়তায় ২ ছিনতাইকারী আটক

spot_img

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার শহরের কলাতলীর লাইট হাউস কটেজ জোন এলাকা থেকে দুই ছিনতাইকারীকে জনতার সহায়তায় আটক করে পুলিশে দিয়েছে যুবলীগকর্মীরা।

শুক্রবার (২১ ‍জুন) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে কটেজ এলাকার লেইন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়ার ফরিদুল আলমের ছেলে নূরুল আবছার (২০) ও একই এলাকার ডিপজল (২২)। তাদের সাথে থাকা মো. রায়হান পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, কলাতলীর কটেজ জোন এলাকায় বেশ কিছুদিন যাবত কয়েকটি ছিনতাইকারীদল নানা অপকর্ম করে আসছে। কিন্তু অধরাই থেকেছে সবসময়। শুক্রবার বিকেলেও ছিনতাইকারী দলের একটি গ্রুপ ছিনতাই করে পালানোর সময় স্থানীয় যুবলীগকর্মী সোহেল আরমানের নেতৃত্বে স্থানীয় যুবকরা ধাওয়া করে দুজনকে ধরে ফেলে।

সোহেল আরমান বলেন, ইয়াবা কারবারি এবং ছিনতাইকারীদের কারণে প্রতিনিয়ত পর্যটকরা বিভিন্ন রকমের হয়রানির শিকার হয়ে আসছিলো। বদনাম গুলো সব স্থানীয় ছেলেদের উপর বর্তাত। তখন থেকেই ছিনতাইকারী ধরতে নজর ছিল। আজ (শুক্রবার) তাদের একটা গ্রুপকে ধরা সম্ভব হয়েছে। এদের কক্সবাজার সদর থানার এএসআই মনিরুজ্জামানের কাছে তুলে দেয়া হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মো. ইয়াছিন বলেন, স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে কারাগারে পাঠানোর প্রচেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ