spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকালুরঘাটের ফেরিঘাটে বেইলি সেতু দেবে গিয়ে ফেরি পারাপার বন্ধ

কালুরঘাটের ফেরিঘাটে বেইলি সেতু দেবে গিয়ে ফেরি পারাপার বন্ধ

বোয়ালখালী প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

কালুরঘাটের পশ্চিম প্রান্তের ফেরিঘাটের বেইলী সেতু দেবে যাওয়ায় ফেরি পারাপার বন্ধ রয়েছে। ফলে নদীর দুইপাড়ে আটকা পড়েছে শতশত যানবাহন। নদী পারাপারে ভোগান্তিতে পড়ছেন মানুষজন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ফেরির টোল আদায়কারী মো.আজিজ।

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে পশ্চিম প্রান্তের ফেরিঘাটের টানা সেতুটি দেবে যাওয়ায় এই বিপত্তি। তা জগ দিয়ে তোলা হচ্ছে। আশা করি ঘণ্টা খানেকের মধ্যে সারানোর কাজ শেষ হবে।

নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মাকে দেখতে মোটর সাইকেল নিয়ে ফেরিঘাটে আটকা পড়েন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের। মোটরসাইকেল ফেরিঘাটে একটি দোকানে রেখে নৌকায় পার হয়েছে বলে জানান তিনি।
নগরগামী অসীম বড়ুয়া বলেন, দুপুর ২ টার দিকে কালুরঘাটে নদী পার হতে গিয়ে দেখি ফেরি চলাচল বন্ধ। আধ ঘণ্টা অপেক্ষা করার পর ঝুঁকি নিয়ে নৌকা করে নদী পার হয়েছি। অনেকে মোটর সাইকেল, সিএনজি ও মালবাহী ট্রাক নিয়ে এসে বিপাকে পড়েছেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ