spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে হাসপাতালে ভর্তি ১৩২

চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে হাসপাতালে ভর্তি ১৩২

বাংলাধারা ডেস্ক
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও ভাইরাসজনিত এ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৭ জন। বুধবার (১১ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩২ জন রোগী। নতুন ১৩২ জনসহ বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮১ জন রোগী। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২১ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৭১ জন ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৬২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৬৮১ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ