spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবিনোদনসাকিবের রেকর্ড স্পর্শ করলেন পরীমণি

ফেসবুক ফলোয়ার

সাকিবের রেকর্ড স্পর্শ করলেন পরীমণি

বিনোদন ডেস্ক
spot_imgspot_imgspot_imgspot_img

দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের বিকল্প নেই। অনেকদিন ধরেই রাজত্ব করছেন তিনি। তবে সামাজিক মাধ্যমে রাজত্বটা ছিল ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণির। এই আধিপত্য ছিল অনুসারীর মাপকাঠিতে।

মাস দেড়েক আগে নেটমাধ্যমেও পরীমণিকে ছাড়িয়ে যান সাকিব আল হাসান। তবে একক রাজত্ব বেশদিন ধরে রাখতে পারলেন না এই ক্রিকেটার। ফের ১৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে তাকে ছুঁয়ে দিলেন পরী।

সাকিব-পরীমণি অনুসারীর সংখ্যায় এখন সমানে সমান। দুজনেই ১৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে প্রথম স্থানে রয়েছেন। প্রতিযোগিতার এই দৌড়ে ১৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে ছিলেন ক্রিকেট তারকা মুশফিকুর রহিম। পরীমণি জায়গা সাকিবকে ছুঁয়ে দেওয়ায় দ্বিতীয় স্থানে আছেন জাতীয় দলের এই উইকেট রক্ষক।

সাকিব এই মুহূর্তে ব্যস্ত ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। তার নেতৃত্বে বাংলাদেশ দল প্রতিদ্বন্দ্বিতা করছে বিশ্বকাপের আসরে। অন্যদিকে পরীমণি ব্যস্ত আছেন শুটিং নিয়ে। মাতৃত্বকালীন বিরতি শেষে মাঠে নেমেছেন একগুচ্ছ ছবি নিয়ে। এই ফেরা-কে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস বলে আখ্যায়িত করেছেন তিনি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ