spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামপোর্ট সিটি ইউনিভার্সিটিতে ব্যাখ্যামূলক সাংবাদিকতার উপর পোস্টার প্রদর্শনী

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ব্যাখ্যামূলক সাংবাদিকতার উপর পোস্টার প্রদর্শনী

বাংলাধারা প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

চলতি বিশ্বের নানা সমস্যা নিয়ে ব্যাখামূলক প্রতিবেদনের উপর পোষ্টার প্রদশর্নী করেছে চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২৫ ও ২৬ ব্যাচের শিক্ষার্থীরা এই পোষ্টার প্রদর্শনীতে অংশ নেন। ডেপথ রিপোর্টিং কোর্সের অধীনে এই পোষ্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক তাসলিমা আক্তার ইরিন।

প্রদর্শনীতে দেশীয় ও আন্তর্জাতিক ৭টি বিষয়ের উপর শিক্ষার্থীরা ব্যাখামূলক প্রতিবেদন উপস্থাপন করে।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক তাসলিমা ইরিন বলেন, ‌‘সমাজে বিদ্যমান নানা সমস্যাকে বুঝতে এবং সমাধানের লক্ষ্যে ব্যাখ্যামূলক সাংবাদিকতার কোন বিকল্প নেই। ডেপথ রিপোর্টিং কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা বর্তমান বিশ্বে চলমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্টার প্রদর্শন করেছে। এ ধরনের কাজ তাঁদের কর্মজীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রা‘খবে বলে আশা করছি।’

আরও পড়ুন

spot_img

সর্বশেষ