spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলবান্দরবানে ২৩ ইটভাটাকে জরিমানা

বান্দরবানে ২৩ ইটভাটাকে জরিমানা

বান্দরবান প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের পাহাড় কর্তনের দায়ের ২৩টি ইটভাটাকে জরিমানা করেছে বিভাগীয় ও জেলা পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এসব জরিমানা করা হয়।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন জেলা পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক ফখর উদ্দিন। তিনি জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। তারা ইটভাটার জন্য পাহাড় কেটে মাটি কেটেছিলেন। আজ প্রত্যেকটি ইটভাটার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩১ লক্ষ ৪৫ হাজার টাকা ক্ষতিপুরণ আরোপ করা হয়েছে।

ফখর উদ্দিন বলেন, গেল ৪ অক্টোবর জেলা ও বিভাগীয় পরিবেশ অধিদপ্তর যৌথভাবে লামা ফাইতং ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ১ লক্ষ ঘনফুট পরিমানে পাহাড় কাটার সত্যতা পান। ইটভাটার আশেপাশে ৩০ একর জুড়ে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে সাবাড় করে ফেলেছেন ইটভাটা মালিকরা। সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, পাহাড় কাটার দায়ের এসব ইটভাটাদের বিরুদ্ধে এই নিয়ে তিনবার জরিমানা করা হয়েছে। যেসব আগে জরিমানা দিয়েছিল তারাসহ ২৩টি ইটভাটা ব্যক্তির ও প্রতিষ্ঠানে বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান।

জরিমানা ইটভাটা হচ্ছে- লামা উপজেলায় এফএসি, এমএমবি, ৭বিএম, এসএবি, রায়হান রিংকু, ইবিএম, বিএমডব্লিউ, এমবি আই, কেবিসি, এমএইচ বি, এবিসি, এসবিএম, ওয়াই এসবি খায়রুদ্দিন মাষ্টার, বিবিএম, ইউএমবি, ডিএমবি, ইউবিএম, ইউবিএন, এমবিএম, ৩বিএম, এসবি ডব্লিউ ও ৫বিএম ব্রিক্সসহ ২৩টি ইটভাটাকে পাহাড় কাটার দায়ের ৩১ লক্ষ ৪৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ