spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীবর্জ্য ব্যবস্থাপনা শিখতে চট্টগ্রামে দক্ষিণ সুদানের প্রতিনিধি দল

বর্জ্য ব্যবস্থাপনা শিখতে চট্টগ্রামে দক্ষিণ সুদানের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রাম শহরের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন দক্ষিণ সুদানের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রতিনিধি দলটি সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। চসিকের টাইগারপাস কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিনিধি দলটির কাছে চসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।

এদিন প্রতিনিধি দলটি চসিকের বিভিন্ন ল্যান্ডফিল্ড ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে চসিকের ভূমিকার প্রশংসা করেন।

প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ সুদানের পরিবেশ মন্ত্রণালয় এবং যুবা সিটি কাউন্সিলের কর্মকর্তা এবং জাইকার কর্মকর্তারা।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, জাইকা চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। তারা দক্ষিণ সুদানেও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু করেছে। মূলত জাইকা কাজ করার পর চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা কী কী পরিবর্তন হয়েছে তা দেখার জন্য দক্ষিণ সুদানের টিম চট্টগ্রামে এসেছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ