spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামআন্-নাবিল বৃত্তি পরীক্ষা'২৩ অনুষ্ঠিত

আন্-নাবিল বৃত্তি পরীক্ষা’২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের মাদরাসা শিক্ষার্থীদের সাড়াজাগানো বেসরকারি বৃত্তি প্রকল্প ‘আন্-নাবিল বৃত্তি পরীক্ষা-২৩’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম নগরীর ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে আসেন আন্-নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। এসময় মাদরাসা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে বৃত্তি পরীক্ষার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, আন্-নাবিল বৃত্তি প্রকল্পের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও সলিমা সিরাজ মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা এম হামেদ হাছন, আন-নাবিল কেন্দ্রীয় উপদেষ্টা হাফেজ মুজাহিদুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক খালেদ মোঃ সাইফুল্লাহ, আহ্বায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব হাফেজ মুহাম্মদ মুছা, আইডিয়াল গার্লস মাদরাসার অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী এবং আন নাবিল বৃত্তি প্রকল্পের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ