spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকক্সবাজারদুদক অভিযান নিয়ে প্রতিবেদনের জেরে সাংবাদিককে হেনস্তার অভিযোগ

দুদক অভিযান নিয়ে প্রতিবেদনের জেরে সাংবাদিককে হেনস্তার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় এক সাংবাদিককে কার্যালয়ে ডেকে নিয়ে হেনস্তা করেছেন কুতুবদিয়া পিডিবির আবাসিক প্রকৌশলী (আরই) আবুল হাসনাত।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে কুতুবদিয়া (পিডিবি)র ওই প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে, হেনস্তাকালীন ধারণ করা একটি অডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পেলে বিষয়টি জানাজানি হয়।

হেনস্তার শিকার সাংবাদিক হাছান মাহমুদ সুজন চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণ ও অনলাইন মাল্টিমিড়িয়া (সিবিএন) এর উপজেলা প্রতিনিধি এবং কুতুবদিয়া প্রেসক্লাবের সদস্য।

সাংবাদিক সুজন জানান, বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে একটি খুঁটির লিখিত আবেদন আর সম্প্রতি বায়ু বিদ্যুৎ অফিসে মালামাল চুরির বিষয়ে তথ্য সংগ্রহে মঙ্গলবার দুপুরে আরই’র কার্যালয়ে যান তিনি। অফিসে ঢুকামাত্র লিখিত আবেদনখানা হাতে পেয়েই তা ছিড়ে মুখের উপর নিক্ষেপ করেন পিডিবির আরই। এসময় প্রশ্ন করেন, দুদকের অভিযান পরিচালনা নিয়ে কেন নিউজ করেছিস?

বিদ্যুতের সংযোগ প্রদানে বাড়তি টাকা আদায়সহ ঘুষ দাবির বিষয়ে অভিযোগ করার কারণ জানতে চেয়ে অতর্কিত ভাবে অফিসের কয়েকজন কর্মচারীসহ স্থানীয় এক দালালকে ডেকে এনে দরজা বন্ধ করে আমাকে হেনস্তা করেন।

এতদিন কেন বিষয়টি কোথাও জানানো হয়নি, এমন প্রশ্নে সাংবাদিক সুজন বলেন, একত লজ্জার বিষয়- অন্যদিকে প্রকৌশলী হাসনাতের হুমকি ছিল, বেশি বাড়াবাড়ি করলে শৃঙ্খলা বাহিনী দিয়ে আটকাবেন। দ্বীপে থাকি বলে এসব নিয়ে আর কাউকে কিছু বলিনি।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই সময়ে ধারণ করা অডিও রেকর্ডে পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত কর্তৃক ওই সাংবাদিককে বলতে শোনা যায়, ‘দুদকের অভিযান পরিচালনা নিয়ে কেন নিউজ করেছিস? আমার বিরুদ্ধে নিউজ করস। পিটাইয়া পিটের চামড়া তুলে ফেলবো। চিনস তুই আমারে? ফাজিলের বাচ্চা ফাজিল।’

রাগান্বিত কন্ঠে বলেন, ‘সাংবাদিকের ‘স’ চিনস? আমি সাংবাদিক পকেটে রাখি। তুই চিনস না আমাকে। তুরে আমি বেঁধে রাখবো।’

এদিকে, এক গণমাধ্যমকর্মীকে অভিযোগের বিষয় গুলো স্বীকার করে পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত বলেন, ‘ওই সময় আমি খুবই উত্তেজিত ছিলাম। এসব করা আমার উচিত হয় নি। মূলত, আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি নি। এছাড়া তিনি সাংবাদিক আমি চিনতাম না।’

এরপর হতে, আর কোন সাংবাদিকের ফোন রিসিভ করছেন না- পিবিডির আরই আবুল হাসনাত। বক্তব্য জানতে, হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দেয়া হলেও- তা সিন করলেও তারও উত্তর দিচ্ছেন না তিনি।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর (সোমবার) বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার শাখার একটি টিম কুতুবদিয়া বিদ্যুৎ অফিসে অভিযান চালায়। এ অভিযানের বিষয় উল্লেখ করে অন্যদের সাথে সুজনও তার কাজ করা গণমাধ্যমে প্রতিবেদন ছাপান। এ নিয়ে ক্ষিপ্ত হন আরই আবুল হাসনাত।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ