spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীনিশ্চিন্তে-নির্ভয়ে দুর্গোৎসব পালনের অনুরোধ নওফেলের

নিশ্চিন্তে-নির্ভয়ে দুর্গোৎসব পালনের অনুরোধ নওফেলের

নিজস্ব প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

সনাতনী ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে-নির্ভয়ে শারদীয় দুর্গোৎসব পালনের অনুরোধ জানিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আপনারা যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করুন। সরকার আপনাদের সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছে।’

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৩৫টি পূজামণ্ডপে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তি সুযোগের সন্ধানে আছে কিভাবে সহিংসতা সৃষ্টি করা যায়। জামায়াতে ইসলামীর তাদের অঙ্গ সংগঠন শিবিরকে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামিয়ে কয়েকদিন আগে মহড়া দিয়েছে। এদের অতীতে যখন আমরা রুখে দিয়েছি তারা তখন লেজ গুটিয়ে পালিয়েছে। আপনাদের শুধু সচেতন থাকতে হবে, সবার চোখ-কান খোলা রাখতে হবে। আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত।

এসময় তিনি স্থানীয় পূজা কমিটির সাথে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন

সনাতনী সংগঠনের নেতাদের রাজনৈতিক কোন্দলে না জড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতিবিদদের মাঝে অনেক প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতায় সামিল হয়ে দলাদলিতে জড়াবেন না।’

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে এবং মহানগর পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপপ্রচার সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ শহীদুল আলম, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন দাশ।

উল্লেখ্য, সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ১৩৫টি পূজামণ্ডপে দশ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ