কক্সবাজার সদরের খুরুশকুলের কুলিয়াপাড়ায় ডাকাত সন্দেহে ১৩ তরুণকে গ্রেফতার করেছে র্যাব-১৫ কক্সবাজারের সদস্যরা। তারা দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। এসময় বিপুল পরিমাণ দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—কক্সবাজারের খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত কালামিয়ার ছেলে শের আলী (৪২), একই এলাকার আবদুল শুক্কুরের ছেলে শামসুল আলম (৪০), খুরুস্কুল পূর্ব হামদার ডেইল এলাকার রিপন দের ছেলো জুয়েল দে (২১), কক্সবাজার শহরের বড় বাজার পশ্চিম মাছবাজারের মং ডেলের ছেলে চলা রাখাইন (২১), চাল বাজার ফুলবাগ সড়কের রমিজ আহমদের ছেলে ওয়াহিদ (২১), সৈকতপাড়ার মৃত মেকানিক নজরুল ইসলামের ছেলে খালেদ মাহফুজুর রহমান ওয়াহিদ (২৬), সমিতিপাড়ার সোনা মিয়ার ছেলে মোহাম্মদ সোহেল (২১), রুমালিয়ারছরা পিটিস্কুল এলাকার মৃত শামসুল আলমের ছেলে মো. নেজাম (৩২), দক্ষিণ আদর্শ গ্রাম এলাকার শফি আলমের ছেলে শাহজাহান (২১), মহাজেরপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে রহিম উল্লাহ (২৯), নাজিরারটেক এলাকার মো. সিরাজের ছেলে মো. রুবেল (২১), মহেশখালীর পুটিবওলার রহমতুল্লাহর ছেলে আশিক উল্লাহ (২০) ও পাবনার নতুন বারেন্দা আকবাগসোগার আনিসুর রহমানের ছেলে আজাদী হাসনাত শাওন (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, শনিবার (১৪ অক্টোবর) র্যাব-১৫ গোপন সূত্রে জানতে পারে, কক্সবাজার সদরের খুরুস্কুল ইউনিয়নের খুলিয়াপাড়া এলাকার রুল্লা খালের ব্রীজের রাস্তার পার্শ্বে ফয়জুল্লা মেম্বারের প্রজেক্টে একটি ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের প্রেক্ষিতে রাত সাড়ে ৩টার দিকে র্যাব-১৫, কক্সবাজারের সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ অভিযান চালায়। ডাকাত চক্র র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ দিক-বিদিক দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে চক্রের ১৩ জনকে র্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। চক্রের অজ্ঞাতনামা ৩/৪ জন কৌশলে অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে চক্রের হেফাজত হতে দুটি রামদা, দুটি কিরিচ, দুটি ছুরি, তিনটি কাটার, ছয়টি স্মার্ট ও ছয়টি বাটন ফোন এবং নগদ সাড়ে ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্দীঘদিন ধরে অপরাধমূলক নানাবিধ কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে মর্মে জানায়। রাতেও সশস্ত্র অবস্থায় উক্ত স্থানে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল। ইতিপূর্বে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্রের ভয় প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাইয়ের মত নানাবিধ অপরাধ করে আসছিল বলেও স্বীকার করে। চক্রের অনেকের বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন থানায় অস্ত্র আইন, ডাকাতি প্রস্তুতি, মাদক, চুরিসহ কমপক্ষে ১৩টির অধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা একাধিকবার গ্রেফতারও হয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ১৩ জন এবং চক্রের অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দেয়া হয়েছে।