‘বাবা তোমার কথা রাখতে পারলাম না, জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম’ ‘পারলে ক্ষমা কবরেন। স্বপ্নগুলো পুরণ হলোনা’— নিজের নামে চালানো ফেইসবুক আইডিতে এমন দুটি পোস্ট দেওয়ার পর মিজান নামে এক যুবকের মরদেহ ফ্যানের সাথে গামছা প্যাঁচানো অবস্থায় উদ্ধার হয়েছে। কেউ বলছে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, আবার কেউ বলছেন রহস্যজনক মৃত্যু। রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মিজানুর রহমান (২৬) উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা এলাকার আশেক এলাহীর ছেলে।
নিহতের পিতা আশেক এলাহি বলেন, রোববার সকালে বাড়ি এসে আমাকে বলে আমি ওমান যাবো। আমাকে এক লাখ টাকা দাও। আমি গরু বিক্রি করে এক লাখ টাকা দিবো বলেছি।সে ভিসা প্রসেসিং করছে এবং মেডিকেলও দিয়েছে। এরপরও কেন আত্মহত্যা করেছে বুঝে উঠতে পারছি না।
এদিকে স্থানীয়রা জানান, মিজান দুই-আড়াই বছর পূর্ব থেকে কবির আহমদ চৌধুরী বাজারের এসডি সিটি সেন্টারে একটি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে সে তার কয়েকজন সহকর্মী নিয়ে এক বাসায় ভাড়ায় থাকতেন।
পুলিশ সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে মোবাইলে ‘বাবা তোমার কথা রাখতে পারলাম না, জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম, পারলে ক্ষমা করবেন। স্বপ্নগুলো পুরণ হলোনা’ বাবার সাথে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মিজানুর রহমান নামে এক যুবক ফ্যানের সাথে গামছা প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।