spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামহাক্কানী কর্পোরেশনকে লাখ টাকা জরিমানা

হাক্কানী কর্পোরেশনকে লাখ টাকা জরিমানা

কর্ণফুলী প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রাম কর্ণফুলীতে মেয়াদোর্ত্তীণ পরিবেশের ছাড়পত্র নিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় হাক্কানী কর্পোরেশন লিমিটেড নামক প্রতিষ্ঠানকেএক লাখ টাকা জরিমানা করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন। এর আগে গত বছরের অক্টোবরে একই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা গুণতে হয়েছিলো।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ১২দিকে উপজেলার চরপাথরঘাটা এলাকার মইজ্জ্যারটেক মোড়স্থ হাক্কানী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মুরগি ও মাছের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করে আসছিলেন প্রতিষ্ঠানটি। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে এসব খাদ্য। যা মাছ ও প্রাণিকে খাওয়ানো হলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে। লোকালয়ে এভাবে খাদ্য উৎপাদনের ফলে আশেপাশে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে।

ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, গত আগষ্ট মাসে মেয়াদোর্ত্তীণ হয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের। এছাড়াও কারখানার ভেতর নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ মাছ ও মুরগির খাদ্য তৈরি করা হচ্ছে। যা বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে হাক্কানি কর্পোরেশন লিমিটেডে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ