spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামদোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন ১২ নভেম্বর

দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন ১২ নভেম্বর

চন্দনাইশ প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের আগে এ রেললাইন পরিপূর্ণভাবে তৈরী হয়েছে কিনা তা দেখার জন্য আগামী ২ নভেম্বর আমি রেলপথে ট্রায়াল রান করব।

সোমবার (১৬ অক্টোবর) সকালে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের অগ্রগতি দেখতে দোহাজারী এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, এই প্রকল্পটি আজকে পরিদর্শন করতে এসেছি। আশা করছি আগামী ৩০ অক্টোবরের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হয়ে যাবে। ভবিষ্যতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথকে মাতারবাড়ি গভীর সমুন্দ্র বন্দরের সাথে যুক্ত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের এডিজিআই মফিজুর রহমান, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের জিএম মো. সুবক্তগীন ছিদ্দিকী, মন্ত্রীর একান্ত সচিব মাহাবুবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ