চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণিবহরে নতুন যুক্ত হওয়া পুরুষ জলহস্তী ‘লালপাহাড়’-এর সঙ্গী এসেছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোর ৫টায় চট্টগ্রামে এসে পৌঁছেছে লালপাহাড়ের সঙ্গী ‘জলপরী’।
চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ জানান, চট্টগ্রামের জেলা প্রশাসক ও সভাপতি, চট্টগ্রাম চিড়িয়াখানার নির্বাহী কমিটির উদ্যোগে প্রাণী বিনিময়ের আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় এবং এর বিনিময়ে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ এই স্ত্রী জলহস্তী চট্টগ্রামে পৌঁছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর পুরুষ জলহস্তী লালপাহাড়কে আনা হয়।
গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য আনা পুরুষ জলহস্তী লালপাহাড়ের বয়স ১২ বছর।
অপরদিকে আজ মঙ্গলবার আনা স্ত্রী জলহস্তীর বয়স ৯ বছর। তার ওজন ৯০০ কেজি। এই স্ত্রী জলহস্তির নাম রাখা হয়েছে জলপরী।
উল্লেখ্য, জলহস্তী দম্পতি চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো সংযোজিত করা হয়েছে।