spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৪ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়মৃত রোগীকে ৭ দিন জীবিত দেখিয়ে বড় অংকের বিল!

মৃত রোগীকে ৭ দিন জীবিত দেখিয়ে বড় অংকের বিল!

spot_img

বাংলাধারা ডেস্ক »

রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর কথা গোপন রেখে প্রায় এক সপ্তাহ আটকে রেখে চিকিৎসার নামে বড় অংকের বিল ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

মৃত শহীদুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। গত ১৪ মে কিডনির সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

শহীদুল ইসলামের ছেলে কামাল অভিযোগ করে বলেন, গত এক সপ্তাহ ধরে হাসপাতাল কর্তৃপক্ষ আমার বাবার অবস্থা তাদের জানায়নি। শুক্রবার সন্ধ্যায় আমি আমার স্বজনরাসহ হাসপাতালের কর্মকর্তাদের কাছে বাবার অবস্থা জানতে চাইলে মারা যাওয়ার কথা বলা হয় আমাদের।

তিনি আরও বলেন, বাবাকে ২০ দিনে ২৩টি ডায়ালাইসিস দেওয়ার কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০ দিনে ২৩টা ডায়ালাইসিস কীভাবে দেয়? আমরা কয়েকবার অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের রোগীকে নিতে দেয়নি। আমার ধারণা, উনি ১৪ তারিখে মারা গেছেন। এরপরও তারা আমার বাবাকে নিয়ে ব্যবসা করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বাবার চিকিৎসা বাবদ ১০ লাখ টাকা বিল করেছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী রোগীর স্বজনদের অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার দুটি কিডনি বিকল ছিল। গুরুতর অসুস্থ অবস্থায় এখানে ভর্তি হয়েছিলেন। রোগীর স্বজনদের মানসিক অবস্থা থেকে এ ধরনের অভিযোগ করেছেন বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রোগীর স্বজনদের বাকবিতণ্ডায় উত্তাপ ছড়ালে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ