spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

চবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

চবি প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ২০২৩ ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাঈদ হাসান সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রুহুল আমিন হোসেন নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ক্যানটিনে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। আগামী একবছরের জন্য এ কমিটি ছাত্রকল্যাণ সমিতির দায়িত্ব পালন করবেন।

সমিতির শিক্ষক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন, গত কমিটির সভাপতি সুমন হাসান ও সাধারণ সম্পাদক ইমরুস আধীর নতুন কমিটি ঘোষণা করেন। এসময় সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সাঈদ হাসান বলেন, সাতক্ষীরা থেকে আগত শিক্ষার্থীদের সহযোগিতা ও বিভিন্ন সমস্যা দূরীকরণে আমাদের সংগঠনটি কাজ করে। সদস্যদের সবার মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক বন্ধন তৈরি, নতুন শিক্ষার্থীদের সহযোগিতা ও শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করতে আমরা নতুন নেতৃত্ব সর্বাত্মক চেষ্টা করবো।

এছাড়া আগামী নভেম্বর মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ