সুদীর্ঘ ৫৬ বছরের বর্ণিল ইতিহাস নিয়ে বাঁশখালীতে এবারো দুর্গাপূজা উদযাপনে প্রস্তুত বাণীগ্রাম সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব আয়োজক কমিটি। ইতোমধ্যেই জগন্নাথ ধাম পেন্ডেলের সব প্রস্তুতি প্রাথমিক ভাবে সম্পন্ন হয়েছে। ৬ষ্ঠী থেকে দশমী পর্যন্ত ৫ দিনব্যাপী মাঙ্গলিক ও সেবামূলক বিভিন্ন কর্মকান্ডে এবারের অনুষ্ঠানমালা সাজিয়েছে তারা। বরণঢালায় বরণ করে নেওয়া হয়েছে কারুকার্যখচিত অলংকারে দৃষ্টিনন্দন প্রতিমাকেও।
মঙ্গলবার (১৭ অক্টোবর) মহিলা কমিটি বরণঢালা সহকারে শঙ্খ, ঢাক এবং উলুধ্বনির মাধ্যমে মা দুর্গার প্রতিমা মঞ্চে অধিষ্ঠিত হওয়ার সাথে প্রতিমাকে বরণ করে নেয়।
এ আয়োজনে উপস্হিত ছিলেন মঞ্জু ভট্টাচার্য, শ্রাবনী মিত্র চৌধুরী, দিপ্তী দাশ, সুচন্দা মিত্র চৌধুরী, সঞ্জয় ভট্টাচার্য রিংকু, এড সঞ্জয় চৌধুরী,প্রকাশ চৌধুরী, জয়দেশ চৌধুরী, অর্পন মিত্র চৌধুরী, রুপন দে, প্রসেনজিৎ দে, টিটু শীল, পুসন চৌধুরী প্রমুখ।
প্রতিবছরের ন্যায় ৫ দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয়, সেবামূলক এবং মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত্ত্বিক উপাচারে উদযাপিত হবে বাণীগ্রাম জগন্নাথ ধামের এই সার্বজনীন পূজা।
প্রসঙ্গত, ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে ২৪ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে সনাতনী সম্প্রদায়ের এই বৃহত্তম ধর্মীয় উৎসব।