spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামস্বাস্থ্যের উন্নতি ঘটাতে যোগ ব্যায়ামের বিকল্প নেই: মেয়র নাছির

স্বাস্থ্যের উন্নতি ঘটাতে যোগ ব্যায়ামের বিকল্প নেই: মেয়র নাছির

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

স্বাস্থ্যের উন্নতি ঘটাতে যোগ ব্যায়ামের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। শনিবার (২২ জুন) নগরীর রাইফেল ক্লাব হলে ৫ম বিশ্ব যোগ দিবস উপলক্ষে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রযুক্তির প্রসারে আমাদের সন্তানেরা এখন খেলাধুলা ও শারীরিক পরিশ্রম বাদ দিয়ে ইন্টারনেটেই বেশি সময় কাটাচ্ছে। ফলে তাদের মধ্যে নানা শারীরিক সমস্যা বাসা বাঁধছে। শারীরিক সমস্যা থেকে বাঁচতে যোগ ব্যায়ামের বিকল্প নেই। তিনি বলেন, যোগ ব্যায়াম মানুষের ভিতরের শক্তিকে সুষমভাবে বিকশিত করে। এ সময় রোগ থেকে বাঁচতে নগরবাসীকে যোগ ব্যায়াম অনুশীলনের আহ্বান জানান তিনি।

ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রামের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জীর সভাপতিত্বে ১ ঘণ্টাব্যাপী এ কর্মশালায় প্রায় ৩০০ প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রসঙ্গত, যোগ ব্যায়ামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রস্তাব দেয় ভারত। বিশ্বের ১৭৭টি দেশ এতে সমর্থন জানায়। এর পর থেকেই ২১ জুন বিশ্ব যোগ দিবস উদযাপিত হচ্ছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ