spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচট্টলবীর মহিউদ্দিন চৌধুরী স্মরণে ম্যাগাজিন প্রকাশ করবে বাংলাধারা

১৫০ শব্দে নাগরিক কলাম লিখুন আপনিও

চট্টলবীর মহিউদ্দিন চৌধুরী স্মরণে ম্যাগাজিন প্রকাশ করবে বাংলাধারা

নিজস্ব প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে ম্যাগাজিন প্রকাশ করবে অনলাইন নিউজপোর্টাল বাংলাধারা। আগামী ১৫ ডিসেম্বর চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ ৪ রঙা এ ম্যাগাজিনটি প্রকাশিত হবে।

প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে প্রকাশিতব্য এ ম্যাগাজিনের জন্য লেখা আহবান বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাধারা ডট কম। বিজ্ঞপ্তিতে চসিকের সাবেক প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে ১৫০ শব্দের উন্মুক্ত ‘নাগরিক কলাম’ বিষয়ক লেখা আহবান করা হয়। এছাড়াও সর্বোচ্চ ১৫০ শব্দে চট্টলবীরকে নিয়ে কবিতা, ছড়া, ছোট গল্পসহ যেকোন অপ্রকাশিত লেখা পাঠানো যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ ডিসেম্বর প্রকাশিতব্য এ ম্যাগাজিনে খ্যাতনামা লেখকদের পাশাপাশি মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে লিখবেন বিভিন্ন রাজনীতিবিদ, পেশাজীবী, কবি, সাংবাদিক ও বিশিষ্টজনরা।

আগামী ১৫ ডিসেম্বর চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে গভীর শোক, বিনম্র শ্রদ্ধা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসায় স্মরণ করা হবে এই নেতাকে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনলাইন নিউজপোর্টাল বাংলাধারা বরাবরের মতো প্রকাশ করছে বিশেষ ম্যাগাজিন। নগরবাসীর লেখায় সমৃদ্ধ হবে এবারের ম্যাগাজিনটি। বিশেষ এ সংখ্যায় যে কেউ লিখতে পারেন মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে।

ম্যাগাজিনে লেখা পাঠানোর শেষ সময় আগামী ১৫ নভেম্বর। লেখা পাঠানোর ঠিকানা: bangladharanews@gmail.com হোয়াটসঅ্যাপ: +৮৮০-১৯৬৭২৬২৬২৬। অথবা ডাকযোগে লিখা পাঠাতে পারেন, বাংলাধারা, গার্ডেন সিটি কমপ্লেক্স (চতুর্থ তলা) ৪২, এম এম আলী রোড় (জামিয়াতুল ফালাহ জামে মসজিদের বিপরীতে) ওয়াসা মোড়, লালখান বাজার, চট্টগ্রাম, এই ঠিকানায়।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ