সারদেশের মতো চট্টগ্রামেও চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। চট্টগ্রাম নগরবাসীর জন্য চসিক প্যানেল মেয়র-১ ও রামপুরা ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটনের সৌজন্যে প্রদর্শনী ফি ছাড়াই সিনেমাটি দেখতে পারবেন নগরবাসী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কাজীর দেউড়িস্থ সুগন্ধা সিনেমা হলে দেখা যাবে ‘মুজিব’ বায়োপিক।
এ বিষয়ে প্যানেল মেয়র আবদুস সবুর লিটনে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মাণ হয়েছে ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি। সব বয়সের মানুষই এই সিনেমা দেখতে পারবে। এতে সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে জানতে পারবে। এই ছবিতে বঙ্গন্ধুর জীবনী উঠে এসেছে। এই সিনেমা বিভিন্ন পর্যায়ে প্রদর্শনীর প্রয়োজন। এতে করে সবাই বঙ্গন্ধুকে ভালোভাবে জানতে পারবেন।’
‘আমি মনে করি, বঙ্গবন্ধু ও বাঙালির ইতিহাস জানতে এই ছবিটা সকলের দেখা উচিত। তাই ফি ছাড়া শো দেখার ব্যবস্থা করছি আমি, যাতে সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে জানতে পারে।’— বলেন লিটন।
এর আগে ১৩ অক্টোবর সারা দেশে ১৪৬ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধুর জীবনীনির্ভর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। বর্তমান সিনেমাটি ১৬১ প্রেক্ষাগৃহে চলছে। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়।
সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল, মিউজিকে ছিলেন সান্তনু মৈত্র। চলচ্চিত্রের পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।
বঙ্গবন্ধুর খোকা থেকে মুজিব হয়ে ওঠা এবং জাতির পিতা পরিণত হওয়ার সংগ্রামী ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে এ চলচ্চিত্রে। এছাড়া স্থান পেয়েছে পাক হানাদার বাহিনীর নির্মমতার ইতিহাস।