spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচবি নাট্যকলা বিভাগের ৩ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

চবি নাট্যকলা বিভাগের ৩ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

চবি প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত এপ্লাইড থিয়েটার প্র্যাকটিস এন্ড ফিল্ড ওয়ার্ক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউটের (বিটিটিআই) পরিচালনায় তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসনিম। কর্মশালার সমন্বয়ক ও কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মামুনুল হকের সঞ্চালনায় প্রথমেই শিক্ষার্থীরা দুটি প্লেব্যাক থিয়েটার সেশন পরিচালনা করেন। কর্মশালায় ২০২০-২১ শিক্ষাবর্ষের এম.এ (চূড়ান্ত) এর ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানব বিদ্যা অনুষদের ডিন ড.মুহাম্মদ মাহবুবুল হক। আরো উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের অধ্যাপক ড.কুন্তল বড়ুয়া, সহকারী অধ্যাপক আরাফাতুল আলম, প্রভাষক তানভীর হাসান, বিটিটিআই এর প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও ইউনাইট থিয়েটার ফর স্যোসাল এ্যাকশন এর নির্বাহি পরিচালক মোস্তাফা কামাল যাত্রা।

সমাপনী আয়োজনের আলোচনা ও সনদ বিতরণ পর্বে স্বাগত বক্তব্যে বিভাগের অধ্যাপক ড.কুন্তল বড়ুয়া বলেন, এই ধরনের থিয়েটার উপস্থিত দর্শকদের পারস্পরিক অনুভূতি বিনিময়ের মাধ্যমে মানসিক নিরাময়ে পথকে সুগম করবে। উক্ত উপস্থাপনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মশালার সফলতাকে নির্দেশ করে বলে তিনি স্বাগত বক্তব্য শেষ করেন।

শিক্ষার্থী মো:ইউনুস রানা বলেন, এই কর্মশালা আমাদের দক্ষ মনোবিশ্লেষক নাট্যকর্মী হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। ভবিষ্যতে প্রায়োগিক নাট্যকলার ক্ষেত্রে ভূমিকা রাখার পথকে প্রশস্ত করে। প্রতি বছর এমন কর্মশালা আয়োজনের অনুরোধ জানান তিনি।

প্রশিক্ষনার্থী মনু দেওয়ান বলেন,”বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন মানসিক সমস্যা ও সংকটের সম্মুখীন হন। তার থেকে উত্তরণের জন্য এমন কর্মশালা সাহায্য করবে।”

বিটিটিআই এর প্রশিক্ষক শাহ আলম এই উদ্যোগের প্রশংসা করে বলেন এমন আয়োজন শিক্ষার্থীদের প্রায়োগিক নাট্যকলার জ্ঞান অর্জন ও বাস্তব প্রয়োগের ক্ষেত্রকে প্রশস্ত করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড.মুহাম্মদ মাহবুবুল হক নাট্যকলা পড়ুয়া শিক্ষার্থীদের পঠন পাঠন ও প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত হয়ে সমাজের বিকাশ ও পরিবর্তনে ভূমিকা রাখার দৃঢ় মানসিকতা নিয়ে পাঠ সমাপ্তির আহ্বান জানান।

নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসনিম সমাপনী বক্ত্যবে বলেন, নাট্যকলা বিভাগ পাঠ্য ও মাঠ গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে উন্নয়ন নাট্য, নাটকের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উপর কর্মশালার আয়োজন ও মাঠ গবেষণা করে আসছে। তারই ধারাবাহিকতায় থেরাপিউটিক থিয়েটার কর্মশালার আয়োজন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ