spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকক্সবাজারক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে ৫১ রোহিঙ্গা আটক

ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে ৫১ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে বিভিন্ন এলাকায় পালিয়ে যাওয়ার সময় ৫১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উখিয়ার মুহুরিপাড়া টেকনিক্যাল কলেজের মহাসড়ক এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে টমটম (ইজিবাইক) ও সিএনজি এবং বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। রোহিঙ্গারা যাতে ক্যাম্প ছেড়ে অন্য কোথাও যেতে না পারে বা অন্য কোথাও গিয়ে কোন অপরাধে জড়িত হতে না পারে সেজন্য আমরা নিয়মিত এসব অভিযান পরিচালনা করছি।

বৃহস্পতিবার দুপুর থেকে উখিয়ার মুহুরিপাড়া টেকনিক্যাল কলেজের এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে বের হয়ে আসা ৫১ রোহিঙ্গাকে আটক করা হয়।

ওসি আরও বলেন, গত তিন মাসে উখিয়া থানা পুলিশে এক হাজারের মত রোহিঙ্গাকে আটকের পর নিয়মঅনুযায়ী আইনি কার্যক্রম শেষে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জদের কাছে হস্তান্তর করেছে।

এদিকে, আটক উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ বি-ব্লকের সাকের আহমদ (৪০) বলেন, আমি কক্সবাজার শহরে গিয়ে রিকশা চালায়,তাই ক্যাম্প ছেড়ে সেখানে চলে যাচ্ছি। এর আগে ক্যাম্প থেকে বের হতে কোন সময় কারো কাছ থেকে অনুমতি নিতে হয়নি। আজ পুলিশ আটকে দিয়েছে।

উখিয়ার বাসিন্দা স্থানীয় ছৈয়দ আহমদ বলেন, ক্যাম্পের ভেতর রোহিঙ্গারা মাদক, হত্যা ও অপহরণের মত ঘটনায় জড়াচ্ছে। তাদের কারনে আমরা  নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা যদি এভাবে ক্যাম্পে ছেড়ে বের হয়, তবে দেশের সব জায়গায় তারা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ