চট্টগ্রামের মিরসরাইয়ে মঘাদিয়া হিফজুল কুরআন মাদরাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আগামী ২১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।
উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সারেংপাড়াস্থ মাদরাসা ময়দানে দুপুর ২টা থেকে এ মাহফিল শুরু হবে। মাহফিলটি সাফল্যমন্ডিত করতে মাদরাসার পক্ষ থেকে এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত দিয়েছেন মাদরাসা পরিচালনা পরিষদের সেক্রেটারি আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী।
মঘাদিয়া হিফজুল কুরআন মাদরাসার ২৬তম এ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান ওয়ায়েজেন হিসেবে মূলবান বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক, চট্টগ্রাম নগরীর পাহাড়তলীস্থ ফজুমিয়া কন্টাক্টর জামে মসজিদের খতিব হজরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেট।
এতে বিশেষ ওয়ায়েজেন হিসেবে বক্তব্য রাখবেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা নিজাম উদ্দিন আনসারী, বারইয়ারহাটের মেহদিনগর দারুচ্ছালাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাসান বিন সেকান্তর, নয়দুয়ারিয়া মাদরাসার পরিচালক ও সারেংপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা জাফর উল্লাহ নিজামী।
১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদরাসার সভাপতি আলহাজ মোঃ নুরনবীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টার।
মঘাদিয়া হিফজুল কুরআন মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিতব্য এ মাহফিলে কেরাত পরিবেশন করবেন লাঙ্গলমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম রায়হান। এছাড়াও ইসলামী সংগীত পরিবেশ করবে কলরব শিল্পগোষ্ঠী।