spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকক্সবাজার'শেখ রাসেল পদক' পেলেন কক্সবাজারের ডিসি

‘শেখ রাসেল পদক’ পেলেন কক্সবাজারের ডিসি

কক্সবাজার প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

‘ওয়ান স্টপ সার্ভিস ফর ট্যুরিস্ট’ আইডিয়ার জন্য ‘শেখ রাসেল পদক’ পেয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ শাহীন ইমরান। ‘স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩‌’র উপলক্ষে ‘ওয়ান স্টপ সার্ভিস ফর টুরিস্ট‌’ আইডিয়ায় স্মার্ট ডিস্ট্রিক ইনোভেশন পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পদক গ্রহণ করেন ডিসি কক্সবাজার।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত অনুষ্ঠানে ‌‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩‌’ দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসক শাহীন ইমরানকে সম্মাননার সঙ্গে ৮০ লাখ টাকার আর্থিক পুরস্কারও দেওয়া হয়।

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত‌ ‘স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ, ২০২৩‌’ এ সারা দেশে বিভিন্ন জেলা প্রশাসকের দাখিল করা ৮৯টি উদ্ভাবনী প্রস্তাবনার মধ্যে চূড়ান্তভাবে পাঁচজন জেলা প্রশাসককে এ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের ‌‌‘ওয়ান স্টপ সার্ভিস ফর টুরিস্ট‌‌’ প্রস্তাবনার জন্য চূড়ান্তভাবে বিজয়ী হন শাহীন ইমরান।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ