spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদগণমাধ্যমপ্রবীণ সাংবাদিক খালেদ বেলাল লাইফ সাপোর্টে

প্রবীণ সাংবাদিক খালেদ বেলাল লাইফ সাপোর্টে

বাংলাধারা প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

বিশিষ্ট গল্পকার, প্রবীন সাংবাদিক ও সাবেক তথ্য কর্মকর্তা খালেদ বেলাল লাইফ সাপোর্টে। বর্তমানে তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যরা তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। গত তিনদিন আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে নগরীর ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন সাংবাদিক পুত্র সাজ্জাদ বিন খালেদ সুমন।

চট্টগ্রামের সন্দ্বীপের উপজেলার বাউরিয়া মৌলভী বাজারের পাশে ওলি গান্ধীর বাড়িতে জন্ম নেওয়া খালেদ বেলাল দৈনিক ঈশান পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি একাধারে সাংবাদিক, সাবেক তথ্য কর্মকর্তা ও বিশিষ্ট গল্পকার ছিলেন।

কর্মজীবনের শুরুতে তিনি ঢাকার দৈনিক পয়গামে চাকুরী করেছেন। তারপরে যোগ দেন সরকারের তথ্য অধিদপ্তরে (পিআইডি)। সরকারি দায়িত্ব থেকে অবসর নিয়ে আবারো যুক্ত হন সাংবাদিকতা পেশায়। দৈনিক ঈশানের পর কাজ করেন ইংরেজী দৈনিক ‘দ্য পিপলস ভিউ’- এ। প্রবীণ সাংবাদিক খালেদ বেলাল পুত্র ও পুত্রবধূর সাথে থাকতেন চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বাসায়। বয়সের ভারে প্রায় নিঃশেষ হয়েছে দৃষ্টি ও স্মৃতি শক্তিও।
‘মরা গাঙ্গে ডুব সাঁতার’, ‘ক্ষমা করো শরীফার মা’সহ বেশ কয়েকটি গল্প ও প্রবন্ধ লিখেছিলেন তিনি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ