spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীফিলিস্তিনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

spot_imgspot_imgspot_imgspot_img

ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরায়েলী হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে ইত্তেহাদুল আইম্মাহ নামের একটি সংগঠন। মানববন্ধনে চট্টগ্রামের ওলামা মশায়েখ, বিভিন্ন মসজিদের মুসল্লি, ছাত্র-শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবীসহ ইসলাম প্রিয় তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে নগরীর আগ্রাবাদের বাদামতলী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ।

এসময় তিনি বলেন, ‘ফিলিস্তিন দেড়শ কোটি মুসলমানের একটি প্রিয় নাম। মুসলমানতের আবেগের স্থান এটি। তারা নিজ দেশেও পরাধীন। ইসরায়েল পানি ও বিদ্যুতের মত মৌলিক সুবিধাগুলো বন্ধ রেখেছে ফিলিস্তিনে। হাসপাতালের ওপরও হামলা করছে তারা। নির্বিচারে পাখির মতো মানুষ মারছে। আমরা ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে।’

মানববন্ধনে নগরীর কট্টলী জাকেরুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুফতি আবু হানিফা মুহাম্মদ নোমান এর সভাপতিত্ব বক্তব্য প্রদান করেন মাওলানা জিয়াউর রহমান, মাওলানা মহিউদ্দিন সিকদার, মাওলানা নাজির কুতুবী, মাওলানা মুফতি ইজহার বিন নুরুল ইসলাম, মাওলানা মো খোরশেদ আলম গাজী, হাফেজ মাওলানা শরিফ মোহাম্মদ শাহজালাল, মাওলানা মুখলেছুর রহমান ও মাওলানা আনোয়ারুল আজিমসহ আরো উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ