spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামইয়াবা নিয়ে কারাগারে প্রবেশকালে নারী দর্শনার্থী আটক

ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশকালে নারী দর্শনার্থী আটক

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে ইয়াবা নিয়ে প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশিকালে ইয়বাসহ আটক হয়েছেন এক নারী।

আটক মুক্তা বেগম (৩৫) সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি আনোয়ার হোসেনের স্ত্রী।

শনিবার (২২ জুন) সকাল ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২টি ইয়াবা উদ্ধার করা হয়। করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির উদ্দিন বলেন, ‘তিনি একটি শিশুকে নিয়ে কারাগারে প্রবেশকালে কারাফটকে তল্লাশির সময় এক নারী দর্শনার্থীকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের হস্তান্তর করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, কারাফটকে ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ