spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলরাঙামাটিতে মৃত ট্রাক চালকদের পরিবারকে মৃত্যুফান্ডের অর্থ প্রদান

রাঙামাটিতে মৃত ট্রাক চালকদের পরিবারকে মৃত্যুফান্ডের অর্থ প্রদান

রাঙামাটি প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

পার্বত্যজেলা রাঙামাটিতে মৃত ট্রাক চালকদের পরিবারের মাঝে মৃত্যুফান্ডের অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সড়ক পরিবহন ট্রাক ও মিনিট্রাক শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে রাঙামাটি ট্রাক টার্মিনালে মৃত্যুফান্ডের এ অর্থ বিতরণ করা হয়।

রাঙামাটি জেলা সড়ক ও পরিবহন ট্রাক ও মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে এসময় ট্রাক ও মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য থাকাকালীন মারা যাওয়ায় মুত্যুফান্ড থেকে তিন সদস্যের পরিবারের সদস্যদের ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ নগদ টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি মো. সাব্বির আহমেদ ওসমানী, রাঙামাটি জেলা ট্রাক চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুছ, রাঙামাটি জেলা সড়ক ও পরিবহন ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইসমাইলসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীগণ।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ