spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামভাড়া বাসা থেকে সাবেক ইউপি চেয়ারম্যানের মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে সাবেক ইউপি চেয়ারম্যানের মরদেহ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ভাড়া বাসা থেকে মো. জাফর উল্লাহ ভূইয়া (৫৩) নামের সাবেক ইউপি চেয়ারম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২২ অক্টোবর) রাতে উপজেলার নিজামপুর এলাকার ভাড়াবাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জাফর উল্লাহ ফেনী সদরের ৯ নম্বর লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ওই ইউনিয়নের নারায়নপুর কসকা বাজার এলাকার মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে। তিনি মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় দীর্ঘদিন ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবেক চেয়ারম্যান জাফর উল্লাহ গত তিন বছর ধরে মিরসরাইয়ের নিজামপুর বাজারের নুর মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করতেন। প্রতিদিন বাসার নিচে একটি চায়ের দোকানে চা পান করতেন। শনিবার সন্ধ্যায় চা পান করে রুমে যাওয়ার ২৪ ঘন্টা পরও চায়ের দোকানে না আসায় দোকানদার তাকে ডাকতে গিয়ে কক্ষে পড়ে থাকতে দেখে। এরপর পুলিশকে খবর দিলে, পুলিশ এসে রোববার রাতে শয়ন কক্ষে পড়ে থাকা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। দীর্ঘদিন ধরেন এখানে একাকীত্বভাবে বসবাস করে আসছেন তিনি।

জাফর উল্লাহর ছোট ভাই এনামুল হক জানান, আমার বড় ভাই তিন বছর ধরে নিজামপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। পরিবারের সাথে মাঝে মধ্যে যোগাযোগ হত। তিনি সব সময় নিরিবিল থাকতে পছন্দ করেন। কখনো ঝামেলায় জড়াতে চান না। রোববার রাতে পুলিশের মাধ্যমে জানতে পারি আমার ভাই মারা গেছে। এরপর আমরা নিজামপুর ছুটে যাই। তিনি ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত লেমুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। উনার স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে। সোমবার বিকেল ৪টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা জানান, রোববার রাতে খবর পেয়ে তাঁর ভাড়া বাসার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেছি। ধারণা করছি শনিবার সন্ধ্যা রাত ১০টা থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যে কোন সময় তিনি মারা গেছেন। লাশের সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে তিন ষ্ট্রোক অথবা শারীরিক অসুস্থতায় মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর কারণ শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ