spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু, আহত ১

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু, আহত ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও কাঠ বোঝাই চাঁদের গাড়ির (জীপ) মুখোমুখি সংঘর্ষে বান্দরবানের কুহালং ইউনিয়নের হেলাল মেম্বার (৩৭) নামের ১ ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন পদুয়া ইউনিয়নের নুরুন্নবী (৪৫) নামের আরও ১ যুবলীগ নেতা।

আজ সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৩টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের বটতল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত হেলাল মেম্বার রাঙ্গুনিয়া উপজেলার পাশ্ববর্তী বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

আহত যুবলীগ নেতা নুরুন্নবী রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক। সে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড ব্রিজঘাটা এলাকার স্থানীয় মৃত মজিবুর রহমানের ছেলে। নুরুন্নবী বর্তমানে নগরীর পার্কভিউ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

পদুয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সায়েদুল আলম বলেন, হেলাল মেম্বার ও নুরুন্নবী দুজনেই পেশায় কাঠ ব্যবসায়ী। শিলক ইউনিয়ন থেকে গাছ মাপঝোঁক করে দুজনেই মোটরসাইকেল করে ফিরছিলেন। ফেরার পথে পদুয়া ইউনিয়নের বটতল এলাকায় কাঠ বোঝাই চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক হেলাল মেম্বারকে মৃত ঘোষণা করেন। এবং আহত নুরুন্নবীর অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন তাকে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ বলেন, “বিকাল ৩টার দিকে মোটর সাইকেল ও চাঁদের গাড়ির সংঘর্ষে পদুয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নুরুন্নবী মারাত্মকভাবে আহত হয়েছে। তার অবস্থা আশংকাজনক। বর্তমানে নুরুন্নবী নগরীর পার্কভিউ হসপিটালে লাইফ সাপোর্টে আছে। আমরা তাঁর পাশে আছি। এছাড়া এ দূর্ঘটনায় বান্দরবানের হেলাল মেম্বারও মারা গেছে”।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, “বিকাল ৩টার দিকে পদুয়ার বটতল এলাকায় মোটরসাইকেল ও চাঁদের গাড়ির সংঘর্ষে ১জনের মৃত্যু হয়েছে। আহত নুরুন্নবী চিকিৎসাধীন। কাঠ বোঝাই চাঁদের গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালককে গ্রেফতার করা যায়নি। আর এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি”।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ