চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এ সরকারের আমলে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে। সনাতন ধর্মাবলম্বীরাও নিরাপদে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করছেন।
সোমবার ( ২৩ অক্টোবর ) সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালীতে মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জানে আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈসা, রেজাউল করিম বাবুল, এস এম জাকারিয়া, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসিম উদ্দিন, আবদুল মান্নান মোনাফ ও রাদিত মাহমুদ।