spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদআবহাওয়াকাপ্তাই হ্রদে সকল নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় ‘হামুন’

কাপ্তাই হ্রদে সকল নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাব থেকে জানমালের ক্ষতি এড়াতে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে আগামী ২৫ অক্টোবর (বুধবার) ভোর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জরুরী পরিষেবাসহ সরকারী কাজে নিয়োজিত নৌযানসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে যেকোন জরুরি প্রয়োজনে রাঙামাটি জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্যও অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ