বিশ্বকাপ চলাকালে হঠাৎ দেশে ফিরেছেন সাকিব আল হাসান। কলকাতার পরবর্তী ম্যাচের জন্য যেখানে বাংলাদেশ স্কোয়াড প্রস্তুতি নিচ্ছে সেখানে দেশে ফিরে সাকিব মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে করেছেন অনুশীলন।
আজ (বুধবার) সকালে ঢাকায় নেমে দুপুরেই মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। স্টেডিয়ামে তিনি ইনডোরে জাতীয় দলের সাবেক সহকারী কোচ ও সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন করেছেন।
জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের শৈশবের কোচ সালাউদ্দিন। এই কোচের অধীনেই নিজেকে বড় করেছেন সাকিব। হয়ে উঠেছেন বিশ্বসেরা তারকা। অতীতে বহুবারই নিজের অফফর্মের সময় গুরু সালাউদ্দিনের শরণাপন্ন হয়েছিলেন সাকিব আল হাসান।
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে ইনজুরির কারণে এক ম্যাচ খেলেননি সাকিব। তবে বাকি ম্যাচগুলো খেললেও পারেননি সান্তোষজনক পারফর্ম্যান্স করতে। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে টাইগার দলপতি করেছেন মোটে ৫৬ রান। আর বল হাতে নিয়েছেন ৬ উইকেট। এর মধ্যেই তিনি ফিরলেন ঢাকা।
জানা গেছে, সাকিব দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। এরপর ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে খেলবেন তিনি।