spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলসাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৩

সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৩

বান্দরবান প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

বান্দরবানের থানচি উপজেলায় সদর থেকে ইঞ্জিন চালিত নৌকাযোগে ফেরার সময় নৌকা ডুবে ৩ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় থানচির ১ নম্বর রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদা ম্রো পাড়া এলাকার সাঙ্গু নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে এঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- বাসলংবে খুমী (৪৫), লংরে খুমি (মহিলা) ২১ ও চয়অং ছাই খুমি (৩০)। তারা সবাই রেমাক্রি ইউনিয়নের অংলে খুমি পাড়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন লোক নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে। পরে বিকালে বাড়ি ফেরার পথে বৈরী আবহাওয়া কারণে সাঙ্গু নদীর পানির আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিন নৌকাটি হঠাৎ পাথরের সাথে ধাক্কা লাগলে নৌকাটি পানিতে ডুবে যায়। পরে সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের থানচি ইউনিটের কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে নৌকা ডুবির খবর পেয়েছি। তবে দুর্গম এলাকা হওয়ায় রাতে উদ্ধার অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়েছে। উদ্ধারের জন্য আগামিকাল সকালে ঘটনাস্থলে যাবেন বলেও জানান তিনি।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকা ডুবিয়ে ৩ জন নিখোঁজের সংবাদ পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ার ফলে আগামীকাল ভোরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ