চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভোর ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পদুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মুহাম্মদ সায়েদুল আলম সায়েদ।
নিহত যুবলীগ নেতা এম এ নুরুন্নবী উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রীজঘাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি পদুয়া ইউনিয়ন যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল মেম্বার ও নুরুন্নবী দুজনেই পেশায় কাঠ ব্যবসায়ী। শিলক ইউনিয়ন থেকে গাছ মাপঝোঁক করে ২৩ অক্টোবর দুজনেই মোটরসাইকেল করে ফিরছিলেন। ফেরার পথে পদুয়া ইউনিয়নের বটতল এলাকায় কাঠ বোঝাই চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক হেলাল মেম্বারকে মৃত ঘোষণা করেন। এবং আহত নুরুন্নবীর অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা নেওয়ার পর আজ ভোরে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে নিহত হেলাল রাঙ্গুনিয়া উপজেলার পাশ্ববর্তী বান্দরবান এর কুহালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ বলেন, নুরুন্নবী আমাদের একজন সহযোদ্ধা ছিলেন। আজ আছর নামাজের পর তার জানাযা সম্পন্ন হবে। এবং তার একটি ৭ মাসের পুত্র সন্তান রয়েছে বলে তিনি জানান।