কক্সবাজারের টেকনাফে পৃথক দু’টি দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে টেকনাফের সাবরাংয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজন আর হ্নীলার চিংড়ি ঘেরের পানিতে ডুবে মারা গেছে অপরজন। এমনটি জানিয়েছেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) অপারেশন আব্দুর রাজ্জাক।
নিহতরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার আব্দু রশিদের ছেলে মো. এনায়েত (২০) ও হ্নীলা ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রোজারঘোনার বেলাল উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২৩)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার মীর কাশেমের ছেলে মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন মৌলভী বাজার এলাকায় অবস্থিত চিংড়িঘেরে বক ধরতে যান রিয়াজ উদ্দিন। এসময় পানিতে ডুবে যায় রিয়াজ। পানিতে ডুবে যাওয়ার পর চিংড়ি ঘেরে থাকা অন্যান্য লোকজন আধা ঘণ্টা খুঁজে তাকে উদ্ধার করে হ্নীলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সকালে একই সময় টেকনাফের সাবরাং ইউপির নয়াপাড়ার আব্দুল জব্বার নামক ব্যক্তির সুপারি বাগানে সুপারি পাড়তে যায় এনায়েত। সেখানে থাকা বিদ্যুৎ সংযোগের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হলে সে গাছ থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায় বলে জানায় স্থানীয়রা।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) অপারেশন আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার সাবরাং ও হ্নীলা এলাকায় পৃথক দু’ দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল করে আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।