spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদঅন্যান্যভিডিও কনটেন্টে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চায় ‘দৈনিক এইদিন’

ভিডিও কনটেন্টে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চায় ‘দৈনিক এইদিন’

বাংলাধারা ডেস্ক
spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শিরোনামে ভিডিও কনটেন্ট প্রতিযোগিতার আয়োজন করেছে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক এইদিন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে অগ্রসরমান বাংলাদেশের উন্নয়ন কীভাবে প্রভাবিত করেছে, মানুষের জীবনযাত্রায় কী পরিবর্তন এসেছে – এ সম্পর্কে ভিডিওতে ধারণকৃত উন্নয়ন চিত্র ও মতামত পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।

দেশের ৬৪ জেলার সর্বস্তরের সাধারণ মানুষ তথা প্রান্তিক পর্যায়ের জনসাধারণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানান আয়োজক প্রতিষ্ঠান দৈনিক এইদিন। এক্ষেত্রে অনলাইনে একটি গুগল রেজিস্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

রেজিস্ট্রেশন করতে লগ ইন করুন: https://forms.gle/P7pqnXV9fmM1Rt3Q6

দৈনিক এইদিনের অফিসিয়াল ফেসবুক পেইজে ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘‘আমার চোখে আজকের বাংলাদেশ’’ শীর্ষক এই ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা। চলবে ৭ নভেম্বর ২০২৩ পর্যন্ত।

এ প্রতিযোগিতার উদ্দেশ্য নিয়ে আয়োজকরা বলছে, বর্তমান সময়ে তরুণ প্রজন্মসহ সমস্ত নেটিজেনরা বিভিন্ন বিষয়ের উপর ভিন্ন ভিন্ন ধরণের ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হচ্ছে। এই তরুণ প্রজন্মকে দেশের জন্য কিছু করার উৎসাহ্ প্রদানের লক্ষ্যে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলবে। সেইসাথে এই প্রতিযোগিতামূলক আয়োজনটির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সমস্যা সম্ভবনাগুলোকে যাচাই বাছাই করার সুযোগ সৃষ্টি হবে। দেশের নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সম্পর্কেও জনসাধারণকে অবগত করতে সহায়তা করবে এ আয়োজন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মানতে হবে যেসব নিয়মাবলী

১) আপনার প্রস্তুতকৃত ভিডিওটি গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে অথবা সরাসরি আপলোডের মাধ্যমে আগামী ৭ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে আমাদের কাছে পাঠাতে হবে। ড্রাইভ লিংকের ক্ষেত্রে অবশ্যই এক্সেস পাবলিক ভিউ থাকতে হবে।

২) ভিডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে অবশ্যই নিজের ধারণকৃত ফুটেজ ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে যে কোন মোবাইল ফোন বা ক্যামেরা নির্বাচন করা যেতে পারে।

৩) ভিডিওতে সাধারণ মানুষের বক্তব্য ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে বক্তব্য স্পষ্ট হতে হবে।

৪) কপিরাইট রয়েছে এমন অডিও বা মিউজিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

৫) ভিডিওর ব্যাপ্তি সর্বোচ্চ ২ মিনিট।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ