চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং শশী চৌধুরী বাড়ী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সার্বজনীন জগদ্ধাত্রী পূজার আলোচনা ও প্রস্তুতী সভা সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও শশী চৌধুরী জগদ্ধাত্রী মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হবে ১৩তম শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজা।
পুজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদ বাবু বাচ্চু ঘোষের সঞ্চালনায় এবং পণ্ডিত লিংকন চক্রবর্তীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ধুরুং পালপাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুনীল পাল, জীবু ঘোষ, প্রেমাংকুর চৌধুরী সমাজ কমিটির সহ-সভাপতি সজল পাল।
পুজা পরিষদের সাধারণ সম্পাদক বাচ্চু ঘোষ বলেন, ফটিকছড়ির এই পূজার বেশ সুনাম রয়েছে, দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ মায়ের পূজায় অংশগ্রহণ করেন। পূজার ভাবমুর্তি অক্ষুন্ন রেখে মায়ের এই পূজা যাতে সম্পন্ন করা যায় সেই বিষয়ে দিক-নির্দেশনা দেন কমিটির সকল সদস্যবৃন্দদের। প্রতি বছরের ন্যায় এবারো মায়ের পূজা, শ্রী শ্রী ভগবত গীতাপাঠ, প্রসাদ বিতরণ ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এসময় ধুরুং পালপাড়া সমাজ কমিটির সভাপতি রজত পাল ধর্মীয় রিতি নিতি মেনে, মায়ের আরাধনা করার তাগিদ দেন।
সভায় আরও বক্তব্য রাখেন, ধুরুং পালপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রান্ত দাশ, জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিউটন পালসহ অনান্যরা।