বান্দরবানের অভিযান চালিয়ে ৯ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাঁদার রসিদ, সদস্য ফরম ও রাষ্ট্রবিরোধী বই উদ্ধার করা হয়।
শনিবার দুপুর আড়ায়টায় পৌর শহরে এলাকার আর্মি পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো— মো. মুক্তার হোসেন (২১), মো. জাকের উল্লাহ(২৫), কলিম উল্লাহ (২৪), মো. ফারহান (১৭), আব্দুল্লাহ আল নাঈম (১৮), আমজাদ মাহবুব রিফাত (১৮), ইমরান হোসেন আসিফ (১৮), কলিম উল্লাহ (২১) ও মো. হাসান সোহেল (২৩)। তারা কক্সবাজার, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও সাতকানিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ২৮ তারিখে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো, লিফলেট বিতরণসহ চাঁদা সংগ্রহ করে আসছিলেন তারা। পরে গোপন সংবাদের পেয়ে পৌর শহরে বিভিন্ন বাসা- বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৯জন ছাত্র শিবির কর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে রাষ্ট্র বিরোধী বই, চাঁদা রশ্মিদ, ও সদস্য সংগ্রহ ফরম সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, সমাবেশকে ঘিরে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পোস্টারিং করার কারণে ৯জনকে আটক করা হয়েছে। আটককৃত বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।