বিএনপি জামায়াতের হরতালের বিরুদ্ধে নেতা-কর্মীদের সাথে নিয়ে শোড়াউন করেছেন মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।
রোববার (২৯ অক্টোবর) সকালে উপজেলার আবুতোরাব বাজার থেকে মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলিত হন। এরপর আবার শোড়াউন নিয়ে আবুতোরাব বাজারে গিয়ে শেষ হয়।
জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, বিএনপি জামায়াত আবারো জ্বালাও পোড়াও শুরু করেছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে রাজপথে নেমে এসেছি। সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তারুন্যের অহংকার আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের নির্দেশে মিরসরাইয়ে কোন সন্ত্রাসীর স্থান হবে না। যদি কেউ তা করতে চায় তাহলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।