spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামবোয়ালখালীর পোপাদিয়া ইউপি কার্যালয়ে চুরি

বোয়ালখালীর পোপাদিয়া ইউপি কার্যালয়ে চুরি

বোয়ালখালী প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের তালা কেটে নগদ টাকা, কম্পিউটারের সিপিইউর মূল্যবান যন্ত্রাংশ ও একটি মনিটর নিয়ে গেছে চোরের দল।

গতকাল (২৮ অক্টোবর) শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে। রবিবার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইউপি সচিব মিল্টন চৌধুরী জানান, পোপাদিয়া ইউপি কার্যালয়ের প্রতিটি কক্ষের তালা কেটে চোরের দল আসবাবপত্র নথিপত্র এলোমেলো করে ফেলেছে। নগদ ৩ হাজার ৯ শত টাকা, পরিষদের দুইটি সিপিইউ ও একটি মনিটর এবং একটি নষ্ট প্রিন্টার নিয়ে গেছে চোরের দল। তবে গুরুত্বপূর্ণ নথিপত্র পরিষদের বাইরে ফেলে গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন বলেন, চোরের দল কার্যালয়ের একাধিক কক্ষের তালা কেটে চুরি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।

এর আগে গত ১৭ অক্টোবর দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউপি কার্যালয়ে চুরি ঘটনা ঘটে। চোরের দল পরিষদের একটি পোষা কুকুরকে মেরে কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ ও দুইটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, পোপাদিয়া ইউপি কার্যালয়ে চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ