spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে নগর ছাত্রলীগের হরতাল বিরোধী সমাবেশ

চট্টগ্রামে নগর ছাত্রলীগের হরতাল বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

বিএনপি-জামায়াতের হরতাল ও পুলিশ সদস্যকে হত্যার প্রতিবাদে নগরের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী সমাবেশ করেন তারা।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে সমাবেশ শেষে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নিউ মার্কেট হয়ে লালদিঘি মাঠে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য দেন নগর ছাত্রলীগ সহ-সভাপতি একরামুল হক রাসেল, নোমান চৌধুরী, নাঈম রনি, সম্পাদকমণ্ডলীর সদস্য আবু তারেক রনি, হাসান শাহরিয়ার, আবদুল্লাহ আল আহাদ, কবির আহমেদ, শেখ সরফুদ্দিন সৌরভ, আল বিন নূর নাহিয়ান, সাব্বির সাকির, সাব্বির, সদস্য আরজু ইসলাম বাবু, সালাহউদ্দিন বাবু, শেখর দাশ, শুভ ঘোষ প্রমুখ।

এসময় বক্তারা পুলিশ সদস্যকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে জামায়াত বিএনপির সন্ত্রাস নৈরাজ্য মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ