দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পানিতে ডুবে রিয়া আক্তার (১২) নামের এক শিশু মারা গেছে। রোববার (২৯ অক্টোবর) বেলা ১টার সময় উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়া আক্তার ওই এলাকার মোহাম্মদ রফিকের মেয়ে।
জানা যায়, পরিবারের অজান্তে শিশু রিয়া আক্তার বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামে ডুবে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ ধরে রিয়াকে না দেখে চারদিকে খোঁজাখুঁজি করলে বাড়ির সামনের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। এ সময় তাকে উদ্ধার করে আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জাহেদুল ইসলাম রুবেল।